প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 21, 2025 ইং
চৌদ্দগ্রামে এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি

-জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ------
কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র এক রাতে দুই পরিবারের দশটি গরু চুরির অভিযোগ উঠেছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ^াসের বাড়িতে পৃথক ঘটনা ঘটে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের পাশের দেলু ভুঁইয়া ও আবদুর রহমান বিশ^াস প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খাওয়া শেষে গোয়ালঘরে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রোববার ভোররাতে সংঘবদ্ধ চোরচক্র পৃথক গোয়ালঘরের তালা ভেঙে দেলু ভুঁইয়ার সাতটি ও আবদুর রহমান বিশ^াসের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। আটগ্রাম-শরীফপুর সড়কের পাশে হওয়ায় চোরচক্র পিকআপযোগে গরুগুলো চুরি করে।
রোববার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখে তারা হতভম্ব হয়ে পড়েন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ মোঃ কাউছার বলেন, ‘গরু চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে’।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24